AADHAAR CENTER

Blinking Text

 Aadhaar - Wikipedia

CSC PERMANENT AADHAAR ENROLLMENT CENTRE স্থায়ী আধার তালিকাভুক্তি কেন্দ্র।

Responsive Mega Menu (Full-width dropdown in navbar)

💅IMPORTANT NOTICE

সমস্ত অধিবাসীদের জানানো যাচ্ছে যে ,যাদের আধার ২০১৫ সালের আগে তৈরী করা হয়েছিল তাদের আধারে POI (পরিচয়ের প্রমাণ )এবং POA   ( ঠিকানার  প্রমাণ) এর আসল নথি আপলোড করা বাধ্যতামূলক , অন্যথায় UIDAI দ্বারা আপনার আধার স্থগিত করা হবে।  যার জন্য আপনি দায়ী থাকবেন। যত তাড়াতাড়ি সম্ভব আপনার আসল কাগজপত্র আপলোড করুন যাতে আপনি জরিমানা এড়াতে পারেন। (আপনার আধার আপনার পরিচয় ) জনস্বার্থে ভারত সরকার ইস্যু করেছে।  
              ডকুমেন্ট আপলোড অনলাইন / অফলাইন আধার সেবা কেন্দ্রে করা যাবে।
                সুজাপুর গ্রাম পঞ্চায়েত এর অধিন্যস্ত মৌজাঃ -নাজিরপুরের অধিবাসীদের, আধার  ঠিকানা ভুল রয়েছে কারণ UIDAI সার্ভারের ত্রুটির জন্যে । বর্তমানে সুজাপুর পঞ্চায়েতের অধীনে  ৪টি  মৌজা
                                        (১) বড়ো সুজাপুর 
                                        (২) ছোট সুজাপুর 
                                        (৩) মধুগ্রাম 
                                        (৪) নাজিরপুর 
NOTE : যদি UIDAI  সার্ভার এর সংশোধন হয় তাহলে পরে জানিয়ে দেওয়া হবে।

            *******আধার সেবা কেন্দ্র নাজিরপুরে আসিতেছে। আধারে মোবাইল নাম্বার যুক্ত  ও ডকুমেন্ট উপলোড করা  মাত্র ৫০/- টাকা চার্জ কাটা হয়।  ******** 

      PERMANENT ENROLLMENT CENTRE 

SELECTED BANK, POST OFFICE & BSNL Of CSC AADHAAR SEVA KENDRA (A.S.K)

This facility is for booking an appointment at an Aadhaar Seva Kendra for Aadhaar services listed below:
    ●  Fresh Aadhaar enrolment
    ●  Name Update
    ●  Address Update
    ●  Mobile No. Update
    ●  Email ID Update
    ●  Date of Birth Update
    ●  Gender Update
    ●  Biometric (Photo + Fingerprints + Iris) Update
 
ভারতীয় যে কোনো নাগরিক আধার কেন্দ্রে নথিভুক্ত করতে        পারবে. আধার পিরচেয়র প্রমান , নাগরিকত্বের প্রমান নয়.

১) ০ হতে ৫ বছর বয়স পর্যন্ত  পিতা অথবা  মাতার পরিচয় দিয়ে নথিভুক্ত করতে পারবে .

২) ৫ বছরের উর্ধের যে কোনো ভারতীয় নাগরিক নিজের পরিচয় পত্র দিয়ে আধার নথিভুক্ত করতে পারবে নিস্শুল্ক। 

3) শিশুর বয়স ৫ বছর হওয়ার পর বায়োমেট্রিক বৈশিষ্ট্যগুলি পঞ্জীকৃত করতেহবে।

৪) আধারের জন আপনার একবারই তালিকাভুক্ত করার  প্রয়োজন। 

নিজের আধারের status জানতে ক্লিক করুন এখানে  এবং আধার Download করতে ক্লিক করুন। হারানো আধার কার্ড অনুসন্ধান করতে  ক্লিক করুনএবং ত্রুটি  শংসাধন এর জন্য ডাউনলোড করুন ও আরো বিস্তারিত জানতে নিকটবর্তী   Enrolment Centre Contacat করুন।

Post a Comment

0 Comments